ধর্মনগর লায়ন্স ক্লাব সেবা কেন্দ্রে এক সাংবাদিক বৈঠক এর আয়োজন করা হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট গভর্নর পঙ্কজ পোদ্দার, ধর্মনগর লায়ন্স ক্লাবের সভাপতি বিপ্লব কুমার নাথ, সম্পাদক প্রমোদ কানু, প্রাক্তন সভাপতি শুভঙ্কর সেনসহ ধর্মনগর ও গুয়াহাটি থেকে আগত একাধিক লায়ন্স ক্লাবের সদস্য-সদস্যা। আজ উদ্বোধন করা হয় ধর্মনগর লায়ন্স ক্লাব সেবা কেন্দ্রের কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র।