আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তিনটি মেট্রো রুটের উদ্বোধনের পাশাপাশি হাওড়া স্টেশনের একটি সাবওয়ের উদ্বোধন করেন। এই সাবওয়ের মাধ্যমে হাওড়া মেট্রো স্টেশনের সঙ্গে হাওড়া স্টেশনের সরাসরি যুক্ত করা হয়েছে। হাওড়া মেট্রো স্টেশনে যাত্রীরা নেমে সাবওয়ে ব্যবহার করে হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্সের বাইরের গেটে চলে আসতে পারবেন। এখান থেকে যাত্রীরা হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্সের ১ থেকে ১৫ নম্বর প্লাটফর্মে যেতে পারবেন।