বৃহস্পতিবার বারবিশায় ৩১ নম্বর সি জাতীয় সড়কে উল্টে গেল চা পাতা বোঝাই একটি ট্রাক। এতে ওই গাড়ির চালক জখম হয়েছেন। সন্ধ্যা নাগাদ লক্ষ্য করা গেল, দুর্ঘটনাস্থলে মোতায়েন রয়েছে পুলিশ ও ট্রাফিক পুলিশ। দুর্ঘটনার পর পুলিশ জখম চালককে উদ্ধার করে কামাখ্যাগুড়ি গ্রামীণ হাসপাতালে পাঠায়। জানা গিয়েছে, এদিন বিকেলে জাতীয় সড়ক ধরে অসমের দিক থেকে এসে বারবিশা চৌপথীর অভিমুখে যাচ্ছিল গাড়িটি। বারবিশার শান্তিবনের সামনে আচমকাই গাড়িটি উল্টে যায়।