আসানসোল রেল পার এলাকার ২৪ ও ২৫ নং ওয়ার্ড থেকে প্রায় ১০০ মহিলা ও পুরুষ TMC ছেড়ে কংগ্রেস দলে যোগদান করলেন আসানসোল পৌর নিগমের কংগ্রেস কাউন্সিলর sm মুস্তাফার নেতৃত্বে আজ দুপুর ১টায় আসানসোল রেল পার এলাকার কংগ্রেস কার্যালয়ে ২৪ ও ২৫ নং ওয়ার্ড থেকে প্রায় ১০০ মহিলা ও পুরুষ কংগ্রেস দলে যোগদান করলেন বলে জানা কাউন্সিলর sm মুস্তাফা। পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেসের সংখ্যা লঘু সেলের সভাপতি ফিরোজ খান জানানা এরা সব আগে তৃণমূল কংগ্রেস করতেন আজ কংগ্রেস দলে যোগদান করেছেন। কংগ