বাঁধ ভেঙে যাওয়ার পর ঋণ বাদ কেটে ফেলা হচ্ছে এমনই ভিডিও প্রকাশ্যে আসতেই তৎপর হলো প্রশাসন। পুলিশ প্রশাসনের আধিকারিকরা যারা বাঁধ কাটার সঙ্গে যুক্ত তাদের চিহ্নিত করতে তৎপর ভূমিকায় আসরে নেমেছে। ভুতনি র যে এলাকায় বাধ কেটে ফেলা হচ্ছে সেই এলাকার প্রশাসনিক কর্তারা তদন্তে পৌঁছলে তাদের সামনেই গন্ডগোল পেতে যায় গ্রামবাসীদের মধ্যে। একে অপরকে দোষারোপ করে উত্তেজনা ছড়াতে থাকে। যদিও ভাইরাল ভিডিওর সত্যতা খতিয়ে দেখে যারা বাত কাটার সঙ্গে যুক্ত তাদের চিহ্নিত করছে পুলিশ।