Rajarhat, North Twenty Four Parganas | Aug 24, 2025
স্কুলে লোক নেই টিচার নেই তো কি করবে? তোমরা বাজার করো তোমরা রান্না করো তোমরাই খাও, বাচ্চারা কি পড়াশোনা করতে যায়? নাকি বাজার করতে রান্না করতে যায় ওখানে? স্কুলটাকি পিকনিক করার জায়গা নাকি? পড়াশোনার কোনো পরিবেশই নেই স্কুলে। প্রসঙ্গত, কাটোয়ার মন্তেশ্বরে পড়ুয়াদের দিয়ে করানো হচ্ছে মিড ডে মিলের বাজার, অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে! সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে আজ সকাল ১১ টা নাগাদ এমনটাই মন্তব্য করলেন বর্ষীয়ান বিজেপি নেতা দিলীপ ঘোষ।