গত ১৮ই জুন কীর্ণাহারের দাসকলগ্ৰাম রেলগেট সংলগ্ন স্থান থেকে ডাকাতির উদ্দেশ্যে যাওয়া ৫ ডাকাত দলকে গ্রেপ্তার সহ ডাকাতির জন্য বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছিল কীর্ণাহার থানার পুলিশ পরে তাদের কাছ থেকে পুলিশি তদন্তে উঠে এসেছে? দুই ডাকাতের নাম তাদেরও জেল হেফাজত হয় এরপর ফের ওই ডাকাত দলের সদস্য দের কাছ থেকে আরও দুই ডাকাতের নাম উঠে আসে। সেই মতো গতকাল পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে নানুরের বেলুটি গ্ৰামের আব্দুল কদর গণি মোল্লা ও লাভপুরের সিনেমা তলার জতী দোলুই নামে দুজনকে।