তারাপীঠের মা তারা কে পুজো দেওয়ার পর বাড়ি ফেরার পথে মৃত্যু হল দুজনের আহত এক শিশুসহ আরো তিন জন। ঘটনাটি ঘটেছে বুধবার সন্ধ্যা নাগাদ বীরভূমের মল্লারপুর থানার অন্তর্গত মহুলা গ্রামের দিঘির পাড়ে। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, জয়রামপুরের এক ফ্যামিলি তারাপীঠের মা তারা কে পুজো দিয়ে বাড়ি ফিরছিলেন একটি টোটো তে করে তবে আজ সন্ধ্যা নাগাদ বীরভূমের মল্লারপুর থানার অন্তর্গত তারাপীঠ থেকে মল্লারপুরের আম্বা মোড় যাওয়ার যে রাস্তা।