সকালে শালবনিতে জঙ্গলের রাস্তা ধরে গন্তব্যে যাওয়ার সময়, রামলাল নামের হাতিটি একটি ইকো প্রাইভেট কারের সামনে এসে পড়ে। চালক গাড়ি থামিয়ে দূরে সরে গেলে, রামলাল গাড়িতে উঠে খাবার খুঁজতে থাকে। শেষ পর্যন্ত খাবার না পেয়ে রাগে পুরো গাড়িটি উল্টে দেয় এবং গাড়িটি ভেঙে দেয় রামলাল।