সাব্রুম আদালতে এক মামলার রায়ে শাস্তির মুখে প্রাক্তন পঞ্চায়েত সেক্রেটারি সমরেন্দ্র ভট্টাচার্য। জানা গেছে, সাব্রুমের প্রসিদ্ধ কাপড় ব্যবসায়ী রূপক চক্রবর্তীর কাছ থেকে তিনি সাব্রুমে চাকুরীরত অবস্থায় চার লক্ষ টাকা ধার নিয়েছিলেন । পরবর্তীতে টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে একটি চেক প্রদান করেন। কিন্তু সেই চেক ব্যাংকে জমা দেওয়া মাত্রই বাউন্স করে। চেক বাউন্সের পর রূপক চক্রবর্তী আইনি নোটিশ পাঠালেও সমরেন্দ্র ভট্টাচার্য কোনো উত্তর দেননি।