পুলিশ সূত্রে জানা যায় গতকাল অভিযুক্তকে উত্তরপ্রদেশের নেপাল সীমান্ত থেকে গ্রেপ্তার করা হয়। এই ঘটনায় মৃতা ঈশিতার বাবা ও মায়ের সাফ প্রতিক্রিয়া পুলিশ যা কাজ করেছে তা সত্যিই অভাবনীয়। এতে করে পুলিশের উপর আস্থা জেলা বাসি তথা পরিবারের আরো বেড়ে গেল। সাত দিনের মধ্যে ঈশিতা কুনের ঘটনার মূল অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ আবারও নজির সৃষ্টি করেছে। তবে ঈশিতার বাবা ও মায়ের একটাই দাবি অপরাধের যেন ফাঁসির সাজা হয়।বিস্তারিত জানালেন ঈশিতার বাবা ও মা।