২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রবিবার খয়রাশোল ব্লক তৃণমূল কার্যালয়ে সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার প্রধান বক্তা ছিলেন বীরভূম জেলা কোর কমিটির সদস্য সুদীপ্ত ঘোষ। বাংলা ভাষা অবমাননা ও SIR-এর বিরুদ্ধে আরও তীব্র আন্দোলন সংগঠিত করার নির্দেশ দেওয়া হয়। সভায় উপস্থিত ছিলেন রাজ্য যুব সম্পাদক দেবব্রত সাহা, জেলা পরিষদের সদস্যা কামেলা বিবি, খয়রাশোল ব্লক তৃণমূল কংগ্রেসের যুগ্ম আহ্বায়ক মৃণাল কান্তি ঘোষ ও শ্যামল গায়েন।