শুক্রবার শীতলকুচি ব্লকের মধ্য শীতলকুচি তথা শীতলকুচি বিডিও অফিসের পূর্ব দিকে তরণীকান্ত বর্মনের বাড়িতে এই চুরির ঘটনা ঘটে। বাড়ির মালিক তরণীকান্ত বর্মন জানান, ‘‘শ্বাশুড়িকে দেখতে হাসপাতালে গিয়েছিলাম। বাড়িতে কেউ ছিল না। দুপুরে খবর পাই বাড়িতে চুরি হয়েছে।’’ তিনি আরও জানান, চোরেরা ট্রাঙ্ক ভেঙে প্রায় ষাট হাজার টাকা নগদ, সোনার ও রুপোর অলঙ্কার নিয়ে চম্পট দেয় চোর। গোটা ঘটনার তদন্ত করছে পুলিশ।