সোমবার থেকে রাজ্য জুড়ে শুরু হলো উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিষ্টার পরীক্ষা। সেই মতো এদিন পরীক্ষা দিতে বীরভূমের কীর্ণাহার শিবচন্দ্র উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে পৌঁছায় পরীক্ষার্থীরা।সেখানে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে শুরু হয়েছে পরীক্ষা।জানা গেছে ওই পরীক্ষা কেন্দ্রে মোট পরীক্ষার্থী রয়েছে 353 জন। যাদের মধ্যে এক জন রয়েছে প্রতিবন্ধী পড়ুয়া। পরীক্ষা টি তৃতীয় সেমিস্টার হলেও পর্ষদের নিয়ম অনুযায়ী সমস্ত রকমের আইন শৃঙ্খলা ও কড়া নিরাপত্তার মধ্য দিয়েই শুরু।