কংগ্রেসের নির্বাচনী ইশতেহারে গোর্খাদের জন্য কিছুই নেই। এই কথা বলার জন্য দল ব্যবস্থা নিলে তাকে স্বাগত জানাই। সোমবার বিকেল পাঁচটা নাগাদ ব্লুমফিল্ড এলাকায় এমনটাই মন্তব্য করলেন প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক বিনয় তামাং। প্রসঙ্গত রবিবার কংগ্রেস নেতা ভিপি সিং পোখরেবং এলাকায় নির্বাচনী প্রচারে গিয়ে বলেছিলেন কংগ্রেস নেতা বিনয় তামাং দল বিরোধী কাজ করার জন্য তার বিরুদ্ধে দলগত ব্যবস্থা নেওয়া হবে। আর এই প্রসঙ্গে এমন মন্তব্য করেন এদিন বিনয় তামাং।