কালচিনি ব্লকের মেন্দাবাড়ি এলাকার ৩১ নম্বর জাতীয় সড়কে ফের পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। বৃহস্পতিবার মৃতদেহ ময়নাতদন্তের জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠাল কালচিনি থানার পুলিশ। জানা গেছে গতকাল রাতে হাসিমারা থেকে নিমতি গামী এক বাইক আরোহী মেন্দাবাড়ি এলাকায় সড়কের উপর দাড়িয় থাকা এক ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয় এই ঘটনায় বাইক আরোহী বিশ্বজিৎ রায় গুরুতর আহত হয়, তাকে উদ্ধার করে লতাবাড়ি হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে।