কালনা কাটোয়া STKK রোডের উপর পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির, ঘটনায় জখম আর ১। জানা গিয়েছে এদিন রবিবার আনুমানিক রাত নটা ৫০ নাগাদ দাঁড়িয়ে থাকা একটি লরিতে কলা বোঝায় একটি টোটো এসে ধাক্কা মেরে দেয়। ঘটনায় টোটো তে থাকা একজনের মৃত্যু হয় আর একজন গুরুতর জখম হন। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান টোটো গাড়িতে অপরদিক থেকে আসা একটি গাড়ির আলো লাগায় টোটো গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মেরে দেয়।