বৃহস্পতিবার গোলেনাওহাটি অঞ্চলের অন্তর্গত সিঙ্গীমারী এলাকায় আট দলীয় হাডুডু খেলার আয়োজন এই খেলার শুভ উদ্বোধন করেন গ্রাম পঞ্চায়েত প্রধান রফিকুল ইসলাম ও শীতলকুচি কলেজের পরিচালন সমিতির সভাপতি তপন কুমার গুহ। সিঙ্গীমারী সানরাইজ সংঘের পক্ষ থেকে জানানো হয় হাডুডু খেলা একটি জনপ্রিয় খেলা এটা ভারতের জাতীয় খেলা ছিল কিন্তু বিভিন্ন কারণে এই খেলা হারিয়ে বসতে চলছে। এলাকাবাসীর চাহিদার মত এই হাডুডু খেলার আয়োজন করা হয়। এই খেলা দেখতে সাধারণের ভিড় ছিল চোখ পড়ার মত।