আনাড়া রেলওয়ে স্টেশনে এক প্রবীণ যাত্রীকে বাঁচালেন RPF। মঙ্গলবার দুপুর একটা নাগাদ আনাড়া স্টেশনে টাটা আসানসোল মেমু প্যাসেঞ্জার ট্রেন ছাড়ার সময় প্ল্যাটফর্ম নং ২-এ নামতে গিয়ে পড়ে যান গঙ্গাধর কালিন্দি নামের এক প্রবীণ তার বয়স ৬৮, বাড়ি পশ্চিম বর্ধমান জেলায়। তার কপাল ও হাতে আঘাত লাগে। ঘটনাস্থলে উপস্থিত RPF অফিসার ও কর্মীরা দ্রুত এগিয়ে এসে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন এবং পরে তাকে নিরাপদে দুর্গাপুরগামী ট্রেনে তুলে দেন। আহত ব্যক্তি এই মানবিক সহায়তার জন্য RPF আ