উত্তর ত্রিপুরা জেলার বাগবাসা বিধানসভার অন্তর্গত কালাছড়া আরডি ব্লকের অধীন বালিছড়া এডিসি ভিলেজ এলাকা পরিদর্শনে যান উত্তর জেলার জেলা শাসক চাঁদনী চন্দ্রন তিনি সেখানকার রাস্তাঘাট সহ বিভিন্ন সমস্যা সাধারণ জনগণদের কাছ থেকে পরিদর্শনে গিয়ে অবগত হন। সাথে ছিলেন বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ।