রাস্তা হয়ে উঠেছে মরণফাঁদ, তাই ভাতারের কর্জনা এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালো স্থানীয়রা। পুলিশ এসে আশ্বাস দিয়ে যান চলাচল স্বাভাবিক করলো বুধবার ১০:৩০ মিনিটে। পূর্ব বর্ধমান জেলার ভাতারের বর্ধমান কাটোয়া রাস্তা হয়ে উঠেছে মরণফাঁদ। প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। এলাকার মানুষ ক্ষিপ্ত হয়ে আজ রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালো। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে অবরোধ তুলে দেন।