প্রতিবেশীর ব্যক্তির বিকৃত লালসার শিকার মাত্র চার বছরের এক শিশু কন্যা, অভিযোগ দায়ের হতেই বীরণগর থেকে গ্রেফতার অভিযুক্ত। সূত্রের খবর, বৃহস্পতিবার সন্ধ্যায় তাহেরপুর থানা এলাকার বাসিন্দা এক ব্যক্তির বিরুদ্ধে তারই এক প্রতিবেশী এক 4 বছরের শিশু কন্যাকে একলা পেয়ে বাড়ী ডেকে নিয়ে গিয়ে যৌন নিগ্রহ করার অভিযোগ দায়ের করে নির্যাতিতার পরিবার। আর সেই অভিযোগ দায়ের হওয়ার পরই ঘটনার দ্রুত তদন্ত শুরু করে শুক্রবার ভোর রাতে অভিযুক্ত ওই ব্যক্তিকে গ্রেফতার করে তাহেরপুর থানার পুলিশ।