Mathurapur 2, South Twenty Four Parganas | Sep 11, 2025
মথুরাপুর দু নম্বর ব্লকের গিলেরছাট অঞ্চলের পক্ষ থেকে পুরকাইতের চক এলাকায় আজ অর্থাৎ বৃহস্পতিবার বেলা ১১ঃ৪০ মিনিট নাগাদ আমাদের পাড়া আমাদের সমাধান ও দুয়ারের সরকার ক্যাম্প অনুষ্ঠিত হয় এই ক্যাম্পে প্রায় 70 জন গ্রামবাসী আসেন যে যার ব্যক্তিগত সমস্যার কথা নথিভুক্ত করতে একান্তে উপস্থিত ছিলেন মথুরাপুর দু নম্বর ব্লকের যুব সভাপতি তাদের জেলা পরিষদের সদস্য উদয় হালদার ও গিলে চ্যাট অঞ্চলের প্রধান নবীন মাল আর আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন সরাসরি পাবলিক অ্যাপে