বৃহস্পতিবার বিধানসভার অধিবেশনের শেষ দিন। অধিবেশনের শেষ দিনে দুপুর সাড়ে বারোটা নাগাদ বিধানসভায় পৌছলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মূলত,বাংলা ভাষার অপমান এবং বাঙালিদের হেনস্থার বিরুদ্ধে মঙ্গলবারের পরে আজ আবার আলোচনা হবে পশ্চিমবঙ্গ বিধানসভায়। গত মঙ্গলবার বিধানসভা থেকে সাসপেন্ড হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাই বিধানসভায় এলেও তিনি অধিবেশনে যোগ দিতে পারবেন না। অধিবেশনে আজ প্রথমার্ধে প্রশ্নোত্তর পর্ব রয়েছে।