কালনা থানার অন্তর্গত নান্দাই গাবতলা এলাকার একটি বন্ধ থাকা হোটেলের পাশ থেকে ছটি তাজা বোমা উদ্ধার কে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো শুক্রবার। এদিন শুক্রবার বিকেল চারটে নাগাদ সিআইডি বোম্ব স্কয়ারের প্রতিনিধিরা এসেছে ছটি বোমকেই নিষ্ক্রিয় করে। কি উদ্দেশ্যে ওই এলাকায় বোম্ব রাখা ছিল, কেই বা বস্তার মধ্যে ওখানে বোম রেখেছিল, তদন্ত শুরু করেছে কালনা থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে গতকাল রাতেই ওই এলাকায় বোমটি দেখা গিয়েছিল। আজ থেকে নিষ্ক্রিয় করা হয়।