তপন থানার অন্তর্গত এলাকায় এক গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার এক প্রতিবেশী। ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল ওই গৃহবধূ বাড়িতে একা ছিলেন। সে সময় তিনি তরকারি কাটছিলেন । অভিযোগ, সেই সুযোগে প্রতিবেশী এক যুবক হঠাৎ ওই গৃহবধুর বাড়িতে ঢুকে গৃহবধূর উপর ঝাঁপিয়ে পড়ে শ্লীলতাহানির চেষ্টা করে। গৃহবধূর চিৎকারে আশেপাশের প্রতিবেশীরা ছুটে এসে অভিযুক্তকে ধরে ফেলে এবং খবর দেয় তপন থানায়।