রাজনৈতিক প্রতিহিংসার জেরে পুকুরে বিষ আড়াই লক্ষ টাকার ক্ষতির সম্মুখীনঘোটা পুকুরের মাছ মরে ভেসে রয়েছে।দুর্গন্ধে এলাকা ছেয়ে গিয়েছে।সাদা হয়ে রয়েছে ঘোটাপুকুর।প্রায় আড়াই লক্ষ টাকার মাছের পোনা এবং মাছ মরে সাফ হয়ে গিয়েছে।ঘটনা টের পাওয়া গিয়েছে গতকাল অর্থাৎ মঙ্গলবার সকালবেলা। বিশালগড় থানাধীন চড়িলাম আড়ালিয়া গ্রামের উত্তর মুড়া এলাকায়।