ময়নার মাছের গাড়ি নিয়ে পুলিশের হয়রানির অভিযোগ সম্পর্কে গতকাল মৎস্য উন্নয়ন সমিতির সম্পাদক পিন্টু দাস বিস্ফোরক বক্তব্য রাখেন. মৎস্য চাষ নিয়ে ময়না বিধায়ক সংসদ কোন কিছুই ভাবছেন না, এই সম্পর্কে ময়নার বিধায়ক আজ বলেন যেদিন থেকে আমি ময়না বিধায়ক হয়েছি সেদিন থেকেই আমি ময়নার মাছ চাষ নিয়ে রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনা করা হয়েছে,মাছ চাষ নিয়ে কোন সমস্যা হলে বিধায়ক অফিসে আসার পরামর্শ দিয়েছেন তিনি|