সারেঙ্গার খামানী জগদানন্দ আশ্রমে মহাষ্টমী সন্ধি পুজা অনুষ্ঠিত হল ,এখানে দুর্গা দেবী শররুপা মা রুপে পুজিত হন ।এই দেবী দুর্গার শত হস্ত ও শত মস্তক রয়েছে তাই এই দুর্গাকে দেখার জন্য বহু দূর দুরান্ত থেকে আসেন ভক্তরা। প্রায় পঁয়ত্রিশ বছর ধরে বৈদিক মতে এখানে দেবী দুর্গার পুজো হয়ে আসছে।