This browser does not support the video element.
রাজগঞ্জ: সিপচু চৌকি এলাকায় টহলদারি চলাকালীন পা পিছল্য জলঢাকা নদীতে পড়ে ভেসে গিয়ে মৃত্যু এক এসএসবি আধিকারিকের
Rajganj, Jalpaiguri | Sep 5, 2025
শুক্রবার দুপুরে ভারত-ভুটান সীমান্ত এলাকার সিপচু চৌকি এলাকায় টহলদারি চলাকালীন পা পিছল্য জলঢাকা নদীতে পড়ে গিয়ে প্রবল স্রোতে ভেসে গিয়ে প্রাণ হারালেন এক এসএসবি আধিকারিক। জানা গিয়েছে এদিন দুপুর প্রায় ১২টার সময় নাগরাকাটা থানার সিপচু সীমান্তের ২০ নম্বর পিলার সংলগ্ন এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। শিবচু ক্যাম্পের ৪৬ ব্যাটেলিয়নের টহলদলে থাকা সহকারী সাব-ইন্সপেক্টর সমরেশ দাস পা পিছলে পড়ে গিয়ে হঠাৎই জলে পড়ে ভেসে যান। সঙ্গে সঙ্গেই শুরু হয় তল্লাশি অভিযান।