আগুনে ভষ্মীভূত হয়ে গেল একটি মাটির বসত বাড়ি। এই ঘটনাকে কেন্দ্র করে রবিবার আনুমানিক দুপুর ৩টা ব্যাপক আতঙ্ক ছড়ায় আউশগ্রামের ভূঁয়েরা গ্রামে। ঘটনার খবর পেয়ে ভাতার থেকে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভূঁয়েরা গ্রামের সাহাপাড়ার বাসিন্দা সম্পর্কে দুই ভাই রেজাউল শেখ ও শহীদ শেখ। তাদের বাড়িতেই এদিন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। টিনের ছাউনি দেওয়া মাটির বসতবাড়ির উপর তলায় দাউদাউ করে আগুন জ্বলতে দেখেন স্থানীয়রা।