গঙ্গা নদীর জলস্তর বার্তায় নতুন করে পুনরায় বন্যা প্লাবিত হতে চলেছে ভূতনি থানা এলাকা। তীব্র গতিতে জল ঢুকতে শুরু করতেই মানুষের মধ্যে আবারও বিপর্যয় পরিস্থিতি সৃষ্টি হবে। ভূতনি ব্রিজ সংলগ্ন রাস্তাই জল ঢুকে যাওয়ায় চরম সমস্যা সৃষ্টি হয়েছে। অন্যদিকে শঙ্কর টোলা এলাকায় রাস্তার উপর দিয়ে জল বইছে। শুধুমাত্র সময়ের অপেক্ষা তারপর বিচ্ছিন্ন হয়ে যাবে যোগাযোগ ব্যবস্থা নৌকা করে সাধারণ মানুষকে আবার ভূতনীর প্লাবিত এলাকায় যেতে হবে মনে করছে এলাকাবাসী। পুনরায় বন্যা।