বন্ধুদের সঙ্গে স্নান করতে নেমে জলে তলিয়ে মৃত্যু আট বছরের কিশোরের। মৃতদেহটিকে ময়নাতদন্তে পাঠিয়ে এই ঘটনায় আপাতত একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ। মৃত কিশোরের নাম দ্বীপরাজ প্রামাণিক (৮)। বাড়ি মোথাবাড়ি থানার অন্তগ্ত শ্রীপুর এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বন্ধুদের সঙ্গে স্থানীয় একটি পুকুরে স্নান করতে যায় দ্বীপ। হঠাৎ সে পুকুরে তলিয়ে যায়।