শারদোৎসবে নবমীর রাতে পূর্নার্থীদের ব্যপক ভীড় সাব্রুমে,প্রত্যেকটি পুজা মন্ডপে ব্যপক ভীড়।১ লা অক্টোবর সন্ধ্যা নামতেই সাব্রুম শহর জনঢলে পরিনত।বিকালে ছিলো প্রচন্ড বৃষ্টি। সবার মনে আশঙ্কা ছিলো নবমীর রাতে প্রতিমা দর্শন করতে পারবেন কি না।সন্ধ্যার পর আকাশ পরিস্কার হওয়ার হতেই দুর দুরান্ত থেকে পূর্নাথীরা সাব্রুমে ভীড় করেন।