আজ গোমতী জেলা কমিটির উদ্যোগে ৩৩কাকড়াবন শালগড়া তুলামুড়া তথা আমার জন্মভূমি পালপাড়া এলাকায় "এক ভারত শ্রেষ্ট ভারত" দুর্গাপূজা বাঙ্গালী সমাজ সম্পর্ক অভিযানে উপস্থিত প্রভারি তথা পশ্চিমবঙ্গের কোচবিহার নাটাবাড়ির বিধায়ক মিহির গোস্বামী উপস্থিত। এইছাড়া জেলা সভানেত্রী সবিতা নাগ, বিধায়ক জিতেন্দ্র মজুমদার, গোমতী জেলার কমিটির সেক্রেটারি উমাকান্ত বিশ্বাস, মহিলা মোর্চা গোমতী জেলা সভানেত্রী উপস্থিত ছিল।