বাবুটিয়া ব্লকের অন্তর্গত বামুটিয়া বাজার সংলগ্ন ভারত বাংলাদেশ সীমান্তে লৌহর নদীর উপর একটি স্লোইচ গেট নির্মাণ করা হয়েছিল বহু বছর পূর্বে। বর্তমানে এটি বিকল হয়ে রয়েছে। ফলে বিস্তীর্ণ এলাকায় জল আটকে বন্যা পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। অন্তত ছয় থেকে সাত কিলোমিটার এলাকা ক্ষতিগ্রস্ত হচ্ছে এর ফলে। স্থানীয়দের দাবি এই স্লোইচ গেট স্থায়ীভাবে মেরামতের উদ্যোগ গ্রহণ করা হোক।