অতি বৃষ্টির জেরে সুইসা গ্রামে মাটির বাড়ির দেওয়াল ধসে পড়ল, বিপদজ্জনক ভাবে মা ও ছেলের বাস। পুরুলিয়া জেলাতে অঘোষিত বন্যার রূপ নিয়েছে। টানা বৃষ্টির জেরে বিভিন্ন জায়গায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর সামনে আসছে। সেই মতো বাঘমুন্ডি ব্লকের তুন্তুড়ী সুইসা অঞ্চলের অন্তর্গত সুইসা গ্রামে এক পরিবারের মাটির দেওয়াল ধসে পড়ল। সোমবার বিকাল চারটা নাগাদ বাড়ির সদস্য আনন্দ ঘোষ জানান তাঁর বৃদ্ধা মা স্নেহলতা ঘোষের সাথে তাঁরা দুজন মা ও ছেলের বসবাস। তবে তাদের বাড়িটি একেবারে জর