উদয়পুর রেলস্টেশনে একটি পার্কিংয়ে গাড়ির মধ্যে নাবালিকা কন্যা ধর্ষণের ঘটনা নিয়ে উদয়পুর আর কে পুর মহিলা থানায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হন জেলা পুলিশ সুপার আইপিএস কিরণ কুমার কে। তিনি বলেন এই ঘটনাটি কোন গ্যাং রেপ নয়। গাড়ি তে থাকা দুই যুবকের মধ্যে একজনই নাবালিকা কন্যাকে ধর্ষণ করেছে। আগামীকাল অভিযুক্তকে উদয়পুর আদালতে প্রেরণ করা হবে।