পুরুলিয়ার রঘুনাথপুর 2নম্বর ব্লকের সাঁওতালডির নব নির্মিত ভোজুডি কোল ওয়াসারি উদ্বোধন করার কথা ছিল কেন্দ্রীয় কয়লা মন্ত্রী জি কৃষাণ রেড্ডি।সেই মত কয়লা মন্ত্রীর পোস্টারও লাগানো হয়েছিল। কিন্তু মন্ত্রী উপস্থিত হতে না পারায় শুক্রবার দুপুরে সাঁওতালডির নব নির্মিত ভোজুডি কোল ওয়াসারির পাম্প হাউসের ফিতা কেটে উদ্বোধন করলেন GM অভয় প্রতাপ সিং ।এছাড়াও উপস্থিত ছিলেন সাঁওতালডির পুরনো ভোজুডি কোল ওয়াসারির প্রোজেক্ট অফিসার প্রেমচাঁদ ঝাঁ সহ অন্যান্য আধিকারিকগণ।