আসন্ন দুর্গাপূজা উপলক্ষে মঙ্গলবার দুপুর একটা থেকে প্রশাসনিক সভা অনুষ্ঠিত হয় হাড়োয়া বিডিও অফিসের অনুষ্ঠান গৃহে।উপস্থিত ছিলেন বিডিও অতনু ঘোষ,জয়েন বিডিও,হাড়োয়ার সি আই,হাড়োয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক,পঞ্চায়েত সমিতির সভাপতি, সহ-সভাপতি, দমকল দপ্তরের আধিকারিক, বিদ্যুৎ দপ্তরের আধিকারিক সহ হাড়োয়া থানা এলাকার বিভিন্ন পূজা কমিটির সভাপতি,সম্পাদক এবং হাড়োয়া দূর্গা পূজা সম্বনয় কমিটির সদস্যরা।