রাজবংশী সংগ্রামী সমাজের পক্ষ থেকে ঘুঘুমারি এলাকায় মনীষী পঞ্চানন বর্মার মূর্তি ভেঙে দেওয়ার প্রতিবাদে এবং দোষীদের শাস্তি দেওয়ার দাবিতে সোমবার বেলা একটা নাগাদ মাথাভাঙ্গা শহরে একটি প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। এদিন এই মিছিল পঞ্চানন বর্মা স্মৃতিভবন থেকে মিছিল শুরু হয়ে মাথাভাঙ্গা শহর পরিক্রমা করে। সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে যে দুষ্কৃতীরা পঞ্চানন বর্মার মূর্তিকে ভেঙে দিয়েছেন তাদের অবিলম্বে গ্রেফতার করতে হবে । এবং এর প্রতিবাদে তারা আন্দোলন চালিয়ে যাবে।