পূর্ব মেদিনীপুর জেলার এগরা 2 ব্লকের বাথুয়ারি গ্রাম পঞ্চায়েতের ধলগোলা গ্রামে আজ ভোট তিনটে নাগাদ চন্দন মন্ডল নামে এক ব্যক্তির বসতবাড়িতে আগুন লেগে সম্পূর্ণ ভষ্টীভূত হয়ে যায় | বাড়ির মধ্যে থাকা মোটরবাইক আসবাবপত্র ছাই হয়ে যায় | তবে পরিবারের লোকজনের কোনো ক্ষতি হয়নি |তবে আগুন কিভাবে লেগেছে তার কারণ এখনো জানা যায়নি। |