শুক্রবার থেকে জলদাপাড়ায় শুরু হল আলং বোরোলি নদী মঙ্গল মেলা। আয়োজক ইস্টার্ন ডুয়ার্স ট্যুরিজম ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন নামে পর্যটন ব্যবসায়ীদের একটি সংগঠন। প্রথম দিনই মেলায় ভিড় করলেন পর্যটকরা। আয়োজক সংগঠন জানিয়েছে, নদী সংরক্ষণের পাশাপাশি মৎস্যবৈচিত্র রক্ষা করাই মেলার মূল উদ্দেশ্য। লক্ষ্য, নদী এবং নদীয়ালি মাছ বাঁচিয়ে রাখা। মেলায় বোরোলি সহ ডুয়ার্সের বিভিন্ন ধরনের নদিয়ালী মাছের সঙ্গে পরিচিত হচ্ছেন পর্যটকরা। উৎসবের সূচনায় এদিন জলদাপাড়া জঙ্গলের পাশ দিয়ে