মাল্টা মেডিকেল কলেজে ময়নাতদন্তের পর দেহ এনে হতবাক হয়ে গেল গোপালপুর এর পরিবার। অন্য ব্যক্তির মৃতদেহ দিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ পরিবারের। মঙ্গলবার এনায়েতপুর এলাকা থেকে এক ব্যক্তির ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার হয়। দেহ সনাক্ত করে গোপালপুর এর পরিবার সরফরাজ মুমিন নামে ওই যুবকের মৃতদেহ।বুধবার ময়নাতদন্তের পর যখন দেহ নিয়ে গ্রামে আসলো পরিবার।কফিন খুলতেই দেখেন অন্য ব্যক্তির দেহ রয়েছে। আরে গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে যায়। প্রিয়জনের দেহ আনতে পুনরায় হাসপাতালে।