হবিবপুর ব্লক প্রাণী সম্পদ বিকাশ বিভাগের উদ্যোগে এবং হবিবপুর পঞ্চায়েত সমিতির সহযোগিতায় আত্মা প্রকল্পের অধীনে খাকী ক্যাম্পেল হাঁস বিতরণ করা হল মঙ্গলবার। এদিন হবিবপুর ব্লক দপ্তর থেকে ব্লকের আটজন উপভোক্তার হাতে সাতটি করে উন্নত প্রজাতির খাকী ক্যাম্পেল স্ত্রী হাঁস এবং একটি করে পুরুষ হাঁস প্রদান করা হয়। সেই সঙ্গে উপভোক্তাদের হাঁস প্রতিপালনের জন্য হাঁসের খাবার, ভিটামিন, মিনারেল, ক্যালসিয়াম ও সাপ্লিমেন্ট প্রদান করা হয়।