ভাগীরথীর বুক জুড়ে আবারও কুমির আতঙ্ক। মালতিপুর ঘাটের অদূরেই পরশুদিন দেখা গিয়েছিল কুমিরের। আর আজ মহালয়ার সকালেই সেই ঘাটে চলছে তর্পণ অনুষ্ঠান। ভক্তদের নিরাপত্তায় সতর্ক বনদপ্তর। রবিবার সকাল থেকে ঘাট চত্বর জুড়ে শুরু হয় সচেতনতা প্রচার। পাশাপাশি কুমির তাড়াতে নদীতে ফাটানো হয় জল বোমা। ভোর থেকে বনদপ্তরের কর্মীরা উপস্থিত থেকে এলাকাবাসী ও তীর্থযাত্রীদের নিরাপত্তার বার্তা পৌঁছে দেন। নিরাপদে তর্পণ সম্পন্ন হোক—এমনই উদ্যোগ বনদপ্তরের।