হরিডি মাদলা রাস্তার মধ্যে সেতুর উপর দিয়ে বইছে জল, ঝুঁকির পারাপার। ফের একবার টানা বৃষ্টিপাতে বিপাকে পড়েছে মানুষজন। বাঘমুন্ডি থানা এলাকার হরিডি মাদলা রাস্তার উপর সেতুর উপর দিয়ে বইছে জল। সাধারণভাবে যানবাহন সহ মানুষজনের পারাপার বন্ধ হয়েছে। শুক্রবার দুপুর ১২ টা নাগাদ জানা গিয়েছে তবে অনেকেই ঝুঁকির পারাপার অব্যাহত রেখেছে। ব্যাপক সমস্যায় পড়েছে বেশ কয়েকটি গ্রামের মানুষজন । প্রতিনিয়ত পায়ে হেঁটে, মোটরবাইক, চারচাকা বাহন গরু-ছাগলসহ বিভিন্ন জিনিসপত্র নিয়ে সে