বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসায় গাফিলতির জেরে সদ্যোজাত শিশুর মৃত্যুর অভিযোগ উঠল। শুধু তাই নয় মৃত শিশুর পরিবারের সদস্যদের সঙ্গে চিকিৎসক ও নার্সদের দুর্ব্যবহারের অভিযোগও সামনে এসেছে। শনিবার বিকেলে ক্ষুব্ধ পরিবার হাসপাতালের সুপারের অফিসের সামনে বিক্ষোভ দেখায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বালুরঘাট থানার পুলিশ। পরে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরে এনিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।