মহেন্দ্র প্যালেস গরলগাছা চন্ডীতলার শুক্রবার মহিলাদের স্বরোজগারের লক্ষ্যে শারদীয়া উৎসবের প্রাক্কালে "এসো মা লক্ষী"র পক্ষ থেকে তিন দিনব্যাপী মহিলাদের হস্ত নির্মিত দ্রব্যের প্রদর্শনীর শুভ সূচনা করলেন হুগলি জেলা পরিষদের মেনটর তথা শিক্ষা সংস্কৃতি তথ্য ও ক্রীড়া দপ্তরের কর্মদক্ষ সুবীর মুখার্জি। এছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্য বহু বিশিষ্ট ব্যক্তিরা।