করম পুজোর আবহে উচ্ছ্বাস ভরল দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকের বিশ্বনাথপুর এলাকা। বুধবার বিকেল সাড়ে চারটা থেকে এলাকায় আয়োজিত দুটি করম পুজো অনুষ্ঠানে যোগ দেন কুমারগঞ্জের বিডিও শ্রীবাস বিশ্বাসসহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। উপস্থিত থেকে উদ্যোক্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তাঁরা। পাশাপাশি এই করম পুজো কমিটির পক্ষ থেকে সামাজিক উদ্যোগ হিসেবে বেশ কয়েকজন দুস্থ মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দেন আধিকারিকরা।